এবার ভুবন বাদ্যকরের সঙ্গে নাচবেন টলি অভিনেত্রী পায়েল মুখার্জি
কাঁচা বাদাম গানের সৌজন্যে অচেনা ভুবন বাদ্যকর এখন তারকা। কত মানুষ যে কাঁচা বাদাম গানের ইনস্টাগ্রাম রিলস করেছেন গুণে শেষ করা যাবে না। তিনি এতটাই জনপ্রিয় হয়েছেন যে নতুন বাড়িও বানাচ্ছেন। সেই ভুবন বাদ্যকরকে নিয়ে এবার গান বানাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেশব দে। টাইমস মিউজিক বাংলা থেকে মুক্তি পাচ্ছে কেশব দে ও ভুবন বাদ্যকরের এই গান। আগামী ২৭ মে দুপুর ৩টের সময় টাইমস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।এই মিউজিক ভিডিওতে ভুবন বাদ্যকর অর্থাৎ বাদাম কাকু-র নতুন বউ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল মুখার্জি। অভিনেত্রী পায়েল এই প্রোজেক্টটি নিয়ে খুব উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় কেশব দে ও ভুবন বাদ্যকরের সঙ্গে ছবি ও শেয়ার করেছেন অভিনেত্রী।অন্যদিকে কেশব দে তার সোশ্যাল মিডিয়ার পেজেও এই সুখবরটা শেয়ার করেছেন। এখন সবাই মিউজিক ভিডিওটি রিলিজের অপেক্ষায় রয়েছেন।